যাত্রী নিয়ে ছাদ পূর্ণ করে ঢাকা ছাড়লো কুড়িগ্রাম এক্সপ্রেস

ঢাকা পোষ্ট প্রকাশিত: ২৯ মার্চ ২০২৫, ২২:৩১

ঈদ উপলক্ষ্যে ট্রেনযাত্রায় কুড়িগ্রামগামী আন্তঃনগর ট্রেন কুড়িগ্রাম এক্সপ্রেস যাত্রী নিয়ে ছাদ পূর্ণ করে দেশের প্রধান ঢাকা রেলওয়ে স্টেশন ছেড়েছে। 


শনিবার (২৯ মার্চ) রাত আটটায় নির্ধারিত সময়ে ঢাকা রেলওয়ে স্টেশনের তিন নম্বর প্লাটফর্ম ছেড়ে যায় ট্রেনটি।


ট্রেনটি ঘুরে দেখা যায়, এসি-কোচগুলো ছাড়া প্রতিটি কোচে যাত্রীতে পরিপূর্ণ ছিল। এছাড়া কোচগুলোর ভেতরেও যে যেখানে পেরেছেন দাঁড়িয়ে অবস্থান নিয়েছেন। মানুষের ভিড় এতটাই যে কোচগুলোর দরজা দিয়ে ভেতরের প্রবেশের সুযোগ ছিল না বললেই চলে।


আরো দেখা যায়, শতশত যাত্রী ট্রেনের ছাদে অবস্থান করছেন। তারা পুলিশের চোখ ফাঁকি দিয়েই ট্রেনের ছাদে উঠেছেন। তারপরেও রেলওয়ে কর্মীরা ও পুলিশের সদস্যরা তাদেরকে ছাদে উঠতে নিরুসাহিত করেছেন।


এছাড়া বিভিন্ন ট্রেনের অসংখ্য যাত্রী প্ল্যাটফর্মে অবস্থান করতে দেখা গেছে। তাদের গন্তব্যের ট্রেনগুলো ছাড়ার নির্ধারিত সময় এখনো হয়নি।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও