
কেমন অন্তর্বর্তী সরকার ও ছায়া মন্ত্রিসভা চায় এনসিপি?
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০৭ মে ২০২৫, ০২:৫৯
দেশের বর্তমান শাসন ব্যবস্থার পূর্ণ কাঠামোগত সংস্কার আনতে নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকারসহ দশটি বিষয়ে মৌলিক পরিবর্তন চেয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), যেখানে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে জবাবদিহির আওতায় আনতে জাতীয় সাংবিধানিক পরিষদে (এনসিসি) দেওয়া হয়েছে গুরুত্ব।
গণ অভ্যুত্থানের ভিত্তির ওপর দাঁড়িয়ে গঠিত নতুন দলটি মনে করছে, ক্ষমতাসীনদের ‘ফ্যাসিবাদী’ হয়ে ওঠা ঠেকাতে ক্ষমতার ভারসাম্য জরুরি, যেখানে বিরোধী দলেরও গুরুত্বপূর্ণ ভূমিকা থাকা দরকার। যে কারণে তারা ছায়া মন্ত্রিসভা ও সংসদীয় স্থায়ী কমিটিগুলোর প্রধান বিরোধী দল থেকে চায়।
মঙ্গলবার জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনায় ‘মৌলিক সংস্কার এর রূপরেখা’ তুলে ধরেছে দেড় দশক ক্ষমতায় থাকা আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করার অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া নেতাদের দলটি।