রাজশাহীতে বইছে তাপপ্রবাহ, জনজীবনে হাঁসফাঁস

www.ajkerpatrika.com রাজশাহী প্রকাশিত: ২৯ মার্চ ২০২৫, ১৭:১৬

দুই দিন ধরে রাজশাহীর ওপর দিয়ে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। সূর্যের প্রখর তাপে সকাল থেকে তেতে উঠছে পথঘাট। সেই সঙ্গে বইছে লু হাওয়া। এতে জনজীবনে হাঁসফাঁস শুরু হয়েছে। এ অবস্থায় ঈদের বাজারমুখী মানুষ ছাড়া শহরের রাস্তায় কেউ বের হচ্ছেন না।


রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের তথ্য অনুযায়ী, আজ শনিবার বেলা ২টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ দিন ভোর ৬টায় তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন শুক্রবার বেলা ৩টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় ৩৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এটিই ছিল রাজশাহীর চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা।


আবহাওয়া অফিস বলছে, কোনো এলাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসের ভেতর থাকলে তাকে মৃদু তাপপ্রবাহ ধরা হয়। আর ৩৮ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসের ভেতর থাকলে তা মাঝারি তাপপ্রবাহ। সে অনুযায়ী দুই দিন ধরে রাজশাহীতে মাঝারি তাপপ্রবাহ চলছে। এর আগে গত ২১ মার্চ ছিল মৃদু তাপপ্রবাহ।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও