রাজধানীর বনানীতে গার্মেন্টসকর্মীদের বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে ৪২ জন আহত হয়েছেন। এর মধ্যে ছয়জনের অবস্থা কিছুটা গুরুতর। আজ শুক্রবার ভোরে পরিস্থান পরিবহনের ওই বাসটি উল্টে যায়। এ দুর্ঘটনার কারণে সকাল থেকে বনানী সড়কে যান চলাচল কিছুটা ধীর গতিতে রয়েছে। মহাখালী বাস টার্মিনালে কিছুটা যানজট তৈরি হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সারোয়ার বলেন, পরিস্থান পরিবহনের একটি বাস ভোরে বনানী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে যায়। বাসটি মূলত গার্মেন্টস শ্রমিকদের আনা-নেওয়া করত। ভোরে গার্মেন্টস শ্রমিকদের নিয়ে বাসটি গাজীপুর যাচ্ছিল। এর মাঝে বনানীতে এ দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় ৪২ জন গার্মেন্টস শ্রমিক আহত হয়েছে। তবে ছয়জন বাদে বাকিরা তেমন গুরুতর আহত হয়নি। প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
গার্মেন্টস মালিকপক্ষ আহত শ্রমিকদের দেখভাল করছেন বলে জানান ওসি।
বাসটি ঘটনাস্থলে রয়েছে। এই বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।