
তদন্তে টাকা পাচারের যেসব ভয়ংকর তথ্য ওঠে এসেছে
আওয়ামী লীগ সরকারের আমলে দেশ থেকে মোটা অঙ্কের টাকা পাচারের তথ্য বেরিয়ে আসছে। এ টাকায় তারা বিদেশে আওয়ামী লীগের ঘনিষ্ঠ ৮টি বড় ব্যবসায়ী গ্রুপের মাধ্যমে পাচার করেছেন।
গ্রুপগুলো হচ্ছে সামিট গ্রুপ, জেমকম গ্রুপ, এস আলম গ্রুপ, সিকদার গ্রুপ, ওরিয়ন গ্রুপ, আরামিট গ্রুপ, নাসা গ্রুপ ও বেক্সিমকো গ্রুপ। তারা যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ড, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, সাইপ্রাস, কানাডা, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, স্লোভাকিয়া, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস, আইল অব ম্যানসহ পৃথিবীর বিভিন্ন দেশে বিনিয়োগ করেছে।
আমদানি-রপ্তানির আড়ালে নানাভাবে দেশ থেকে পাচার করা টাকায় এসব সম্পদ গড়ে তোলা হলেও বাংলাদেশ তা থেকে কোনো সুবিধা পাচ্ছে না। এর বিপরীতে নিজেরা সুবিধা নিচ্ছে। লুটের টাকায় গড়ে তুলেছে বিশাল সাম্রাজ্য। গ্রুপগুলোর মালিকরা বিভিন্ন দেশে নাগরিকত্ব গ্রহণ করেছেন। এসব তথ্য দেশে গোপন রাখা হয়েছে।