
দ্রুত সম্প্রসারণের পথে বৈশ্বিক মোবাইল অ্যাপ বাজার
বর্তমান বিশ্বে প্রযুক্তির অগ্রযাত্রা মোবাইল অ্যাপ শিল্পকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে। বাজার গবেষণা প্রতিষ্ঠান প্রিসিডেন্স রিসার্চের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে মোবাইল অ্যাপ মার্কেটের আকার ৩৩ হাজার ৬১ কোটি ডলারে পৌঁছাবে এবং ২০৩৪ সালের মধ্যে এটি ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে।
এ বিশাল প্রবৃদ্ধির পেছনে মূল কারণ হলো, স্মার্টফোন ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধি এবং অ্যাপ-ভিত্তিক পরিষেবার প্রতি ক্রমবর্ধমান নির্ভরতা। ২০২৪-২০৩৪ সালের মধ্যে মোবাইল অ্যাপ মার্কেটের বার্ষিক গড় প্রবৃদ্ধি (CAGR) হবে ১৪.৩৩ শতাংশ, যা প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
এশিয়া-প্যাসিফিক অঞ্চলে বিস্তৃতি
বিশ্বব্যাপী মোবাইল অ্যাপ বাজারের একটি বড় অংশ, এশিয়া-প্যাসিফিক অঞ্চলের দখলে রয়েছে। ২০২৩ সালে এ অঞ্চলের অ্যাপ মার্কেটের আকার ছিল ৯ হাজার ৫৪৩ কোটি ডলার, যা ২০৩৪ সালে ৩৬ হাজার ৯৬৭ কোটি ডলারে পৌঁছানর সম্ভাবনা রয়েছে। চীন অ্যাপ ডাউনলোডের ক্ষেত্রে শীর্ষে রয়েছে, আর ভারত দৈনিক ব্যবহারে এগিয়ে আছে।