
ঈদে দীপ্ততে বাংলায় ৫ তুর্কি সিনেমা
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২৭ মার্চ ২০২৫, ১১:৪১
এই ঈদে ওটিটি প্ল্যাটফর্ম ‘দীপ্ত প্লের’ পর্দায় দেখা যাবে পাঁচটি তুর্কি সিনেমা, যেগুলো বাংলায় ভাষান্তর করা হয়েছে।
সিনেমাগুলো হল 'ডাব্বে চার', ‘'হুইস্পার ইফ আই ফরগেট', 'মাই সন', 'গার্লস রোবারি' ও 'এ ইউনিক লাইফ'।
'ডাব্বে ৪' সিনেমার গল্প তৈরি হয়েছে কুবরা নামের এক মেয়েকে নিয়ে। যে বিয়ের আগের রাতে এক ভয়ংকর কালো জাদুর শিকার হন। তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করেন তার বন্ধুরা। কিন্তু তা করতে গিয়ে নিজেদের স্বাভাবিক জীবনটাও হারিয়ে ফেলেন তার বন্ধুরা। কুবরা ও তার বন্ধুদের সঙ্গে ঘটে যাওয়া ঘটনায় এগিয়েছে সিনেমার গল্প।