
ঈদের পর শুরু ‘বহুল কাঙ্ক্ষিত’ কদমরসুল সেতুর কাজ
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় শীতলক্ষ্যা নদীর উপর ‘বহুল কাঙ্ক্ষিত’ কদমরসুল সেতুর নির্মাণ কাজ শুরু হতে যাচ্ছে। নানা জটিলতা নিরসনের পর রোজার ঈদের এক মাসের মধ্যে নির্মাণকাজ শুরু হবে বলে জানিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ।
বৃহস্পতিবার স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) প্রধান প্রকৌশলীর দপ্তরে ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে প্রকল্প নিয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ চুক্তি স্বাক্ষরের পর আনুষ্ঠানিকভাবে কদমরসুল সেতুর নির্মাণকাজ শুরু করতে আর কোনো বাধা থাকবে না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এলজিইডির নারায়ণগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. আহসানুজ্জামান বলেন, নানা জটিলতার কারণে দীর্ঘদিন এ সেতুর কাজ শুরু করা যায়নি। সব জটিলতার অবসানের পর গতবছর দরপত্র আহ্বান করা হয়। দরপত্র যাচাই-বাছাই শেষে ঠিকাদারি প্রতিষ্ঠানও নির্ধারণ করা হয়। বৃহস্পতিবার ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- সেতু নির্মাণ