৬ বছর জিতের সঙ্গে সম্পর্কে ছিলাম, বিচ্ছেদের পর মেয়েও আমাকে বকেছে

ঢাকা পোষ্ট প্রকাশিত: ২৭ মার্চ ২০২৫, ১০:১৮

২০০৪ থেকে ২০০৮ সাল, টানা ৪ বছর একের পর এক হিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন জিৎ-স্বস্তিকা জুটি। দীর্ঘদিন কাজ করার সুবাদে জিতের সঙ্গে সেসময় সম্পর্কে জড়িয়ে পড়েন অভিনেত্রী। তবে সেই সম্পর্কে পরে ইতি টানেন দু'জনেই। পথ আলাদা হয়ে যায় টলিউডের জনপ্রিয় এই দুই তারকার। 


সম্পর্কে বিচ্ছেদের পর কাঁদা ছোড়াছুড়ি বা একে অপরকে নিয়ে জনসমক্ষে কথা বলা, কোনোটিই করেননি জিৎ-স্বস্তিকা। তবে দীর্ঘদিন পর গত বছর জিতের জন্মদিনে উইশ করতে গিয়ে সকলের সামনে অভিনেতার প্রতি ভালোবাসার কথা স্বীকার করেন অভিনেত্রী। 


জানা যায়, স্বস্তিকার সংসার ভাঙার পর 'মাস্তান' ছবিতে কাজ করেছিলেন জিতের বিপরীতে। সেখানেই তাদের বন্ধুত্ব হয়। যা পরে প্রেমের পরিণতি পায়। পার্টি থেকে ছবির প্রচার, সব জায়গাতেই একসঙ্গে যেতেন। অভিনেত্রীর পরিবারের সঙ্গেও তার দারুণ সম্পর্ক ছিল। 


যখন তারা আলাদা হয়ে যান, স্বস্তিকার পরিবারের লোকজন নাকি খুব একটা খুশি হননি। ইন দ্য রিং, ফিল্মফেয়ার বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, জিতের সঙ্গে বিচ্ছেদের পর তার বোন অজপা প্রচুর কান্নাকাটি করেছিল। শুধু তাই নয়, সম্পর্ক ভাঙার জন্য বোনকেই কাঠগড়ায় তুলেছিল। 


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও