প্রধান উপদেষ্টা চীনে, সি চিনের সঙ্গে বৈঠক কাল

www.ajkerpatrika.com প্রকাশিত: ২৭ মার্চ ২০২৫, ০৯:০৩

চার দিনের সরকারি সফরে গতকাল বুধবার চীনে পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তাঁকে নিতে চীন সরকারের পাঠানো চায়না সাউদার্ন এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইট বাংলাদেশ সময় বিকেল সোয়া ৪টায় হাইনানের কিউনহায় বোয়াও আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।


হাইনান প্রদেশের ভাইস গভর্নর লিউ দেং শেন ও চীনে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নাজমুল ইসলাম বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে অভ্যর্থনা জানান। প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রেস উইং তাঁর চীনে পৌঁছানোর বিষয়টি জানিয়েছে। গত বছরের ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার প্রধানের দায়িত্ব গ্রহণের পর এটি অধ্যাপক ইউনূসের প্রথম দ্বিপক্ষীয় সফর।


ড. ইউনূস আজ বৃহস্পতিবার হাইনানে বোয়াও ফোরাম ফর এশিয়ার সম্মেলনে ভাষণ দেবেন এবং বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। তিনি আগামীকাল শুক্রবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলসে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও