
ঈদে তুর্কি অভিনেত্রী বুর্জু ওজবের্কের মতো ত্বক পেত চান? এভাবে যত্ন নিন
www.ajkerpatrika.com
প্রকাশিত: ২৬ মার্চ ২০২৫, ১৩:৪৫
তুর্কি কমেডি রোমান্টিক ধারাবাহিক ‘আফিলি আশক’ যাঁরা দেখেছেন, তাঁরা বুর্জু ওজবের্ককে চেনেন না তা হতেই পারে না। বরং গুগল, ফেসবুক, ইনস্টাগ্রাম স্ক্রল করে করে এই মিষ্টি মেয়ের ছবি দেখেন তাঁরা। দেখার মতোই তো, যেন মোমের পুতুল। মাখনের মতো এই ত্বকের সৌন্দর্যে না জানি কী কসরতই না করতে হয় তাঁকে! ঈদের তো আর বেশি দেরি নেই। ঈদে যদি বুর্জু ওজবের্কের মতো ট্যানমুক্ত মোলায়েম ত্বক চান, তাহলে যত্ন নিতে হবে তুর্কি উপায়েই। বুর্জু ওজবের্কের মতো অন্য তুর্কি নারীরা কীভাবে সুন্দর থাকেন, তা নিয়েই তো এবারের আয়োজন।
তুর্কি নারীরা ত্বকের সৌন্দর্যের জন্য ডিপ ক্লিনজিং, এক্সফলিয়েশন, বিশ্রামের বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দেন। এ ছাড়া মাডমাস্ক, অ্যালোভেরা ও বিভিন্ন ধরনের তেল ব্যবহার করেন; যাতে ত্বক ভেতর থেকেও সুস্থ, সুন্দর থাকে।
- ট্যাগ:
- লাইফ
- ত্বকের স্বাস্থ্যরক্ষা
- ত্বকের যত্ন