You have reached your daily news limit

Please log in to continue


শ্রমিকের বেতন বোনাসের বেলায় কি পুরোনো বন্দোবস্তই চলবে

বেশির ভাগ মানুষ যখন ঈদের কেনাকাটা করছেন, বাড়ি যাওয়ার পরিকল্পনা করছেন; শ্রমিক অঞ্চল, বিশেষত পোশাকশ্রমিকদের মধ্যে তখন ঈদের আগে বেতন–বোনাস পাওয়ায় অনিশ্চয়তা। ঈদের বোনাস তো পরের কথা, বেশ কিছু কারখানার শ্রমিক কয়েক মাস ধরে বেতনই পাচ্ছেন না। তাদের অনেকে রাস্তায় নেমে এসেছেন, বিজিএমইএ ভবন ও শ্রম ভবনের সামনে অবস্থান নিয়েছেন; কিন্তু মালিকপক্ষ কিংবা শ্রম মন্ত্রণালয় থেকে কোনো সমাধান পাচ্ছেন না।

যেমন, ১৮ মার্চ থেকে বকেয়া বেতন ও আইনানুগ পাওনার দাবিতে ঢাকার বিজয়নগরে অবস্থিত শ্রম ভবনের সামনে আন্দোলন করছেন গাজীপুরের স্টাইল ক্রাফট লিমিটেড গার্মেন্টের শ্রমিক-কর্মচারীরা। সরকার ও মালিকপক্ষের কাছ থেকে কোনো সমাধান পাওয়া যায়নি। ২৩ মার্চ অবস্থান কর্মসূচি চলাকালে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন রাম প্রসাদ সিং (৪০) নামের এক কর্মী। তিনি কারখানাটির সহকারী প্রোডাকশন ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন