ক্রিয়েটিনিন কমাতে যেসব খাবার খেতে হবে

যুগান্তর প্রকাশিত: ২৫ মার্চ ২০২৫, ১৯:৪৫

কিডনি স্বাভাবিকভাবে কাজ করা বন্ধ করে দিলে রক্তে ক্রিয়েটিনিনের মাত্রা বেড়ে যায়। কিডনিতে সংক্রমণ হলেও রক্তে ক্রিয়েটিনিন বেড়ে যেতে পারে। পাশাপাশি, ননস্টেরয়েডাল অ্যান্টি-ইনফ্লেমেটরি এমন কিছু ওষুধ রয়েছে যেগুলোর পার্শ্বপ্রতিক্রিয়ায় অনেক সময়ে ক্রিয়েটিনিন বেড়ে যায়।


ক্রিয়েটিনিন এক প্রকার বর্জ্য পদার্থ যা পেশির ব্যবহারে উৎপন্ন হয়। অতিরিক্ত পরিমাণে প্রোটিন খেলেও ক্রিয়েটিনিন তৈরি হয়। রক্তে যদি ক্রিয়েটিনিনের মাত্রা বেশি থাকে, তবে সতর্ক হতেই হবে। কারণ, ক্রিয়েটিনিন বড়া মানেই অকেজো হচ্ছে কিডনি।


ক্রিয়েটিনিন কমাতে যেসব খাবার খেতে হবে


গবেষণায় দেখা গিয়েছে, বেশি প্রোটিন খেলে ক্রিয়েটিনিন বেড়ে যায়। বিশেষ করে রান্না করা রেড মিট ক্রিয়েটিনিনের মাত্রা বাড়িয়ে দেয়। রান্নায় ব্যবহৃত তাপ মাংসে থাকা ক্রিয়েটিনকে ক্রিয়েটিনিনে পরিণত করে। অত্যধিক মাংস না খেয়ে ডায়েটে রাখুন সবজির স্যুপ বা ডালের স্যুপ।


ফাইবার বেশি খেলে রক্তে ক্রিয়েটিনিনের মাত্রা কমে। বেশি করে ফল, সবজি, দানাশস্য খান।  ফল, শাক, সবজি ক্রিয়েটিনিন কমায়। এমন খাবার খান যাতে প্রচুর পরিমাণে ফাইবার আছে।


ক্রিয়েটিনিন কমাতে একেবারেই খাবেন না আলু, টমেটো, ক্যানড খাবার, দুগ্ধজাত খাবার, কলা, লেবু, আচার, প্রক্রিয়াজাত মাংস, ব্রাউন রাইস।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও