ঈদ সামনে রেখে বেপরোয়া ‘ডিজিটাল প্রতারণা’

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৫ মার্চ ২০২৫, ১৫:৩৭

ঈদ কিংবা কোনো বড় উৎসব ঘিরে বেশি সক্রিয় হয় অপরাধী চক্র। এসময় জাল নোট ছড়ানো, ছিনতাই, চুরির পাশাপাশি গত কয়েক বছরে যোগ হয়েছে ডিজিটাল প্রতারণা। এই ডিজিটাল প্রতারণাও আবার বদলাচ্ছে ধরন। মোবাইল ব্যাংকিং ব্যবহার করে প্রতারণা নতুন নয়। সঙ্গে যোগ হয়েছে ফেসবুক মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমো, ইমেইল ব্যবহার ও হ্যাক করে প্রতারণা। ঈদ সামনে রেখে আরও বেপরোয়া এই চক্র।


রমজান মাস ও ধর্মীয় দুর্বলতা ব্যবহার করে প্রতারণায় জড়াতেও পিছপা হচ্ছেন না অপরাধীরা। মোবাইল ব্যাংকিং ব্যবহারকারীদের কাছে ওটিপি চাওয়া, ভুলে টাকা চলে যাওয়া, পুরস্কার জিতেছেন- প্রভৃতি বলে প্রতারণা নতুন নয়। এখন হোয়াসঅ্যাপ, ইমোও হ্যাক হচ্ছে। আবার ব্যবহারকারীর হোয়াটসঅ্যাপে পরিচিত কারও নম্বর-নাম ব্যবহার করে অর্থ সহায়তা চেয়েও প্রতারণা করছেন প্রতারকরা।


যেভাবে হচ্ছে প্রতারণা


কয়েকটি উদাহরণ দেওয়া যাক। আমিনুর রহমান আরমান নামে একজনের স্ত্রীর মোবাইলে একটি মেসেজ আসে। মেসেজটি পড়ে তিনি খুব আবেগাপ্লুত হন। তখনই মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পাঁচ হাজার টাকা পাঠাতে উদ্যত হন। তবে আরমান সেই মুহূর্তে বাসায় ছিলেন। ঘটনাটি তার স্ত্রীর কাছে শোনেন এবং মেসেজটি পড়েন।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও