সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে ভাতাভোগীর সংখ্যা ৫ লাখ ১৩ হাজার ৪০২ জন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ ছাড়া আগামী অর্থবছরে বিভিন্ন কর্মসূচিতে ভাতার পরিমাণ ৫০ টাকা থেকে সর্বোচ্চ ১৫০ টাকা করে বাড়ানো হবে। এ জন্য বাজেটে বরাদ্দ রাখা হবে।
সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় সব থেকে বেশি সুবিধা পেতে যাচ্ছেন চা-শ্রমিকেরা। ভাতাভোগী চা-শ্রমিকদের সংখ্যা ৭৭ হাজার জন বাড়ানোর পাশাপাশি তাঁদের মাসিক ভাতাও বাড়ানো হবে। চা-শ্রমিকদের সন্তানদের নতুন করে শিক্ষাবৃত্তি দেওয়া হবে।