ঢাকার বায়ুমানের অবনতি, দূষণে শীর্ষে দিল্লি

www.ajkerpatrika.com প্রকাশিত: ২৫ মার্চ ২০২৫, ১০:৫৯

রাজধানী ঢাকা বিগত কয়েক দিন ধরেই বিশ্বে বায়ুদূষণে শীর্ষ শহরগুলোর তালিকায় শীর্ষদশে অবস্থান করছে। বেশির ভাগ সময় ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে আছে। আজ মঙ্গলবারও অস্বাস্থ্যকর বাতাস নিয়ে বায়ুদূষণের তালিকায় তৃতীয় স্থানে জনবহুল শহর ঢাকা।


গতকাল সোমবার এয়ার কোয়ালিটি ইনডেক্সে বা বাতাসের গুণমান সূচকে (একিউআই) সকাল ৮টা ২০ মিনিটের রেকর্ড অনুযায়ী ১৭৬ বায়ুমান নিয়ে দূষিত বায়ুর শহরের তালিকায় ৬ষ্ঠ স্থানে ছিল ঢাকা। আজ মঙ্গলবার সকাল ৮টা ৩০ মিনিটের হালনাগাদ রেকর্ড অনুযায়ী ঢাকার বায়ুমান ১৮৪, যা অস্বাস্থ্যকর বাতাসের নির্দেশক।


অন্যান্য দেশের বায়ুমানের সঙ্গে তুলনা করে তালিকা করা হয় বলে বায়ুমানের অবনতি হলেও প্রায়ই তালিকার নিচের দিকে চলে আসে ঢাকার অবস্থান। তবে, বেশির ভাগ সময় ঢাকার বাতাস খুবই অস্বাস্থ্যকর, অস্বাস্থ্যকর এবং সংবেদনশীল মানুষের জন্য ক্ষতিকর পর্যায়েই থাকে।


এদিকে, আজ মঙ্গলবার ঢাকা ছাড়া বিশ্বজুড়ে বায়ুদূষণে শীর্ষ পাঁচে থাকা শহরগুলো হলো যথাক্রমে—ভারতের দিল্লি (২৬৩), সেনেগালের ডাকার (২৩৫), পাকিস্তানের লাহোর (১৮৪), ভিয়েতনামের হ্যানয় (১৮৬)।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও