
কথা দিয়েও পরিবারের সঙ্গে ঈদ করা হল না সিপাহী বেলালের
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২৪ মার্চ ২০২৫, ১৯:৩৫
পরিবারের সদস্যদের ঈদের কেনাকাটার জন্য টাকা পাঠিয়ে জানিয়েছিলেন, ২৫ মার্চ থেকে ছুটি মিলেছে, সেদিনই ঈদের ছুটিতে বাড়ি আসবেন। কিন্তু তার দুদিন আগেই সোমবার বাড়িতে চলে এলেন বিজিবির সিপাহী মোহাম্মদ বেলাল হোসেন।
কিন্তু সেই দেহে প্রাণ নেই। বেলাল তার ১৮ মাসের শিশুকে কোলে নিতে পারলেন না; আট বছরের মেয়ের মাথায় হাত রেখে আদরও করতে পারলেন না।
বেলালের আগমনে যে বাড়িটিতে আনন্দের বন্যা বয়ে যাওয়ার কথা; কুমিল্লার মুরাদনগর উপজেলার দারোরা ইউনিয়নের কাজিয়াতল গ্রামের সেই বাড়িজুড়ে এখন শুধুই শোকের মাতম, আহাজারি।