
একই ব্যক্তি পরপর দুবারের বেশি প্রধানমন্ত্রী নয়
যুগান্তর
প্রকাশিত: ২৪ মার্চ ২০২৫, ১১:২৬
জাতীয় ঐকমত্য কমিশনের সংস্কার প্রস্তাবের মধ্যে একই ব্যক্তি দুবারের বেশি প্রধানমন্ত্রী না রাখার বিষয়ে একমত পোষণ করেছে বিএনপি। তবে গণভোট, গণপরিষদ নির্বাচন ও রাষ্ট্রের নাম পরিবর্তনের সঙ্গে একমত পোষণ করেনি বিএনপি।
এছাড়া সংস্কার প্রস্তাবে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সঙ্গে ২০২৪-এর গণ-অভ্যুত্থানকে একই কাতারে আনা সমুচিত হবে না।
সংবিধান সংশোধন করা যেতে পারে উল্লেখ করে দলটি বলেছে, এক্ষেত্রে মূলনীতি পরিবর্তন করা যাবে না।
বিএনপি বলছে, গণপরিষদ কিংবা গণভোটের নির্বাচন নয়, আগে জাতীয় সংসদ নির্বাচন হওয়া উচিত। সংসদ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিকভাবে নির্বাচিত রাজনৈতিক সরকার আলোচনার ভিত্তিতে এসব সিদ্ধান্ত নিতে পারে।