আফরান নিশো ও তমা মির্জা জুটির আসন্ন ঈদের সিনেমা ‘দাগির’ প্রথম গান ’একটুখানি মন’ প্রকাশ্যে এসেছে।
সাজিদ সরকারের সুর ও সংগীতায়োজনে গানটি গেয়েছেন তাহসান খান ও মাশা ইসলাম। গানটি লিখেছেন সাদাত হোসাইন।
গানের ভিডিও চিত্রে নিশান ও জেরিনের প্রেমের গল্প উঠে এসেছে। যেখানে নিশান ও জেরিন হয়েছেন নিশো ও তমা।