
সুন্দরবনে ফের আগুন, বারবার পুড়ছে সংরক্ষিত বনাঞ্চল
বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনে গত ২৩ বছরে ২৭ বার আগুনের ঘটনা ঘটেছে। শনিবার (২২ মার্চ) সকালে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের কলমতেজী টহল ফাঁড়ির টেপার বিলে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে আসতে না আসতেই রোববার (২৩ মার্চ) সকালে পার্শ্ববর্তী ধানসাগর টহল ফাঁড়ির তেইশের ছিলা এলাকায় ফের আগুন লাগে।
সুন্দরবনে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্বিগ্ন বন বিভাগ ও পরিবেশকর্মীরা। গত ২৩ বছর সুন্দরবনে ২৭ বার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। যার সবগুলোই সুন্দরবন পশ্চিম বন বিভাগে এবং লোকালয় সংলগ্ন ভোলা নদীর পার্শ্ববর্তী চাঁদপাই ও শরণখোলা রেঞ্জের বনাঞ্চলে।
বন বিভাগের তদন্ত প্রতিবেদন বলছে, বেশির ভাগ আগুন লেগেছে জেলে-মৌয়ালদের অসাবধানতায়। যদিও এ নিয়ে বনজীবীদের দ্বিমত আছে। বনজীবীদের দাবি, এক শ্রেণির অসাধু লোক বনে আগুন দেয়। তারা কারেন্ট জাল দিয়ে বর্ষায় মাছ ধরে।
শনিবারের আগুন নেভাতে যাওয়া বনজীবীরা জানান, বনে মন মোরগ ধরার ফাঁদ এবং মোরগ-মুরগির পালক দেখতে পেয়েছেন। এতে বোঝা যায়, সংরক্ষিত বনাঞ্চলে মানুষের অবাধ বিচরণ রয়েছে। যা কোনোভাবেই কাম্য নয়।
- ট্যাগ:
- বাংলাদেশ
- সুন্দরবনে অগ্নিকাণ্ড