
বোলিং পরীক্ষায় প্রথম দুবার কেন ব্যর্থ ছিলেন সাকিব?
সারের হয়ে অভিষেক, সেখানেই বোলিং নিয়ে বিতর্ক আবার সেই সারের সহায়তায় নিষেধাজ্ঞা থেকে মুক্তি। সাকিব আল হাসানের বিগত কয়েক মাসের অধ্যায়ে কাউন্টি ক্রিকেটের দল সারে বেশ ভালোভাবেই জড়িয়ে গিয়েছে। বোলিং নিষেধাজ্ঞার কবলে পড়ার পর সারে কোচ গ্যারেথ ব্যাটির অনুশীলন করেই সাকিব পেয়েছেন নিষেধাজ্ঞা থেকে মুক্তি।
সেই সুখবর পেতেও সাকিবকে বেশ কাঠখড় পোড়াতে হয়েছে বৈকি! লাফবরো ইউনিভার্সিটির আইসিসি স্বীকৃত ল্যাবে প্রথম পরীক্ষায় হয়েছিলেন ব্যর্থ। গ্রিন সিগন্যাল আসেনি চেন্নাইয়ের শ্রী রামচন্দ্র ল্যাব থেকেও। শেষ পর্যন্ত লাফবরো বিশ্ববিদ্যালয়ের ল্যাবে চলতি মার্চ মাসে সাকিব ফিরে পেয়েছেন বোলিং অ্যাকশনের বৈধতা।
সাকিবের বোলিং অ্যাকশন নিষিদ্ধ হওয়া থেকে বৈধতা ফিরে পাওয়া– পুরো যাত্রায় সঙ্গী ছিলেন তার বন্ধু সিরাজুল্লাহ খাদেম। ক্রিকবাজকে জানালেন সাকিবের দুই বারের ব্যর্থতার কারণ। বাংলাদেশের ক্রিকেটাঙ্গনে নিপু নামে পরিচিত খাদেমুল জানান প্রথম দুইবারে তাড়াহুড়ো করতে গিয়েই বিপাকে পড়েন সাকিব।