সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানোর মত একটি পরিস্থিতি তৈরি হচ্ছে মন্তব্য করে তারেক রহমান বলেছেন, “দুঃখজনকভাবে আমরা দেখছি, একটি হচ্ছে।”
শনিবার ১২ দলীয় জোটের ইফতার আয়োজনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এমন মন্তব্য করেন।
সমমনা জোটের নেতাদের সঙ্গে এ আলোচনা সভায় তিনি মতভিন্নতা থাকলেও যেকোনো মূল্যে ঐক্য ধরে রাখার আহ্বানও জানিয়েছেন।
তিনি বলেন, ‘‘আমাদেরকে যেকোনো মূল্যে ঐক্যকে ধরে রাখতে হবে। মতভিন্নতা থাকবে, আমরা বসব, আলোচনা করব।
”এমন কিছু আমরা বলব না, এমন কিছু করা থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব যাতে করে কোনোভাবেই স্বৈরাচার বা তার প্রেত্মাতারা আবার এদেশের মানুষের কাঁধে চেপে বসতে পারে। এটি হোক আমাদের প্রত্যাশা।”
রাজধানীর মালিবাগের স্কাই সিটি হোটেল এই ইফতারে ১২ দলীয় জোটের নেতারা অংশ নেন।
আন্দোলনে সহকর্মী-আপনজনদের হারানোর কথা তুলে ধরে তারেক রহমান বলেন, ‘‘আসুন যে ঐক্য নিয়ে আমরা স্বৈরাচারকে বিদায় করেছিলাম সেই ঐক্যকে আমরা ধরে রাখি। আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে আগামী দিনে এই ঐক্যকে বজায় রেখে, এই ঐক্যকে ধরে রেখে এদেশের মানুষের প্রত্যাশিত গণতন্ত্রকে আমরা প্রতিষ্ঠিত করব।