
আইপিএল ২০২৫: জানার আছে যা কিছু
রবিন উথাপ্পা বলেছেন, বিশ্বজুড়ে সব টি-টোয়েন্টি লিগের ‘অবিসংবাদিত ড্যাডি’ আইপিএল। সাবেক ভারতীয় ব্যাটসম্যানের এই ভাষায় আপত্তি থাকতে পারে কারও। তবে মূল কথা যে খুবই সত্যি, এটা নিয়ে সংশয় খুব একটা নেই। সবচেয়ে জাঁকজমকপূর্ণ ও আকর্ষণীয় টি-টোয়েন্টি লিগ এটিই। দুই মাস ক্রিকেট দুনিয়া তাকিয়ে থাকে এই আসরে, ভারতীয় ক্রিকেট বুঁদ থাকে উন্মাদনায়।
এই ক্রিকেট উৎসবের অষ্টাদশ আসর শুরু হচ্ছে শনিবার। টুর্নামেন্ট শুরুর আগে জেনে নিন এবারের আসরের বিস্তারিত নানা কিছু।
শুরুর লড়াই আর ফাইনালের মঞ্চ
গত আসরের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স ও কখনও শিরোপা জিততে না পারা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এবারের আইপিএল। কলকাতার ইডেন গার্ডেন্সে ম্যাচটি শুরু বাংলাদেশ সময় রাত ৮টায়।
১০ দল, ১৩ ভেন্যু
টুর্নামেন্টের দল ১০টি, কিন্তু খেলা হবে ভারতজুড়ে ১৩টি ভেন্যুতে। কারণ, তিনটি ফ্র্যাঞ্চাইজির ঘরের মাঠ দুটি করে।
টুর্নামেন্টের ফরম্যাট
টুর্নামেন্টের ফরম্যাটে এবার কোনো পরিবর্তন আনা হয়নি। ১০ দলকে ভাগ করা হয়েছে দুটি গ্রুপে। নিজের গ্রুপের চার দলের সঙ্গে ‘হোম অ্যান্ড অ্যাওয়ে’ ভিত্তিতে লড়াই হবে দুবার করে। অন্য গ্রুপের একটি দলের সঙ্গেও হবে দুটি ম্যাচ, যেটি ঠিক করা হয়েছে সিডিংয়ের ভিত্তিতে। অন্য গ্রুপের বাকি চার দলের সঙ্গে ম্যাচ হবে একটি করে।