
টেস্টের ব্যাটিংয়ে ‘হ য ব র ল’ বাংলাদেশ
সম্ভবত টেস্ট ক্রিকেটের ব্যাটিংটা আরও একবার শুরু থেকে শুরু করতে চাইবেন বাংলাদেশের কোচ ফিল সিমন্স বা সালাউদ্দিন। সম্ভবত টেস্টে কীভাবে ব্যাট করতে হয়, সেই পাঠটাই ভুলে গিয়েছেন জাতীয় দলে থাকা ক্রিকেটাররা। জাতীয় দল মানে, দেশের সেরা ১১ ক্রিকেটারের মিলনমেলা। দুর্ভাগ্যবশত, সেই সেরা ১১ জনের মাঝেই এখন ক্রিকেটীয় বোধের চরম অভাব।
বাংলাদেশকে কেন টেস্ট ব্যাটিং নতুন করে শেখানোর আলাপ উঠেছে, সেটা আগে ব্যাখ্যা করে দেখা যাক। জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্টে চতুর্থ দিনের ব্যাটিং বাংলাদেশ শুরু করেছিল ৬ উইকেট হাতে নিয়ে। তখন পর্যন্ত লিড ছিল ১১২ রানের। কিন্তু, চতুর্থ দিনে বাংলাদেশ ৬ উইকেট হারিয়ে তুলেছিল মোটে ৭১ রান। নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজদের মতো অভিজ্ঞরাও করেছেন হতাশ।
জিম্বাবুয়ের বিপক্ষে ২য় ইনিংসে বাংলাদেশ ২৫০ পার করেছিল জাকের আলী অনিকের ৫৮ রানের ইনিংসে ভর করে। শেষ ১৪ টেস্ট ইনিংসের মাঝে এটি মাত্র তৃতীয়বার বাংলাদেশের আড়াইশ পেরুনো স্কোর।
পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে দুই ম্যাচের সিরিজেও দেখা গিয়েছিল ভয়াবহ বিপর্যয়। দ্বিতীয় ম্যাচে ২৬ রানে ৬ উইকেট পর্যন্ত হারিয়েছিল টাইগার ব্যাটিং লাইনআপ। সেবারে লিটন কুমার দাস এবং মেহেদি মিরাজে রক্ষা পায় বাংলাদেশ। তবে, ওই সিরিজটা জয়ের পরেই যেন পারফরম্যান্সের গ্রাফিটা নিজের হাতে নিচের দিকে টেনে নামিয়েছে টাইগার ক্রিকেট।
- ট্যাগ:
- খেলা
- বাংলাদেশ ক্রিকেট দল
- টেস্ট ক্রিকেট