You have reached your daily news limit

Please log in to continue


ক্রিকেটের বাজার এখন মন্দা

মাঠের ক্রিকেটে দুরাবস্থার আরেকটি প্রমাণ তো সিলেট টেস্টে হয়েই গেল। মাঠের বাইরেও যে এখন ক্রিকেটের চরম দুঃসময়, সেটি পরিষ্কার হয়ে গেছে সিরিজ শুরুর আগেই। কোনো টিভি চ্যানেল এই বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ দেখাতে আগ্রহী হয়নি। সব মিলিয়ে ক্রিকেট ও ক্রিকেটারদের সামগ্রিক আবেদন এখন পড়তির দিকে স্পষ্টভাবেই। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এই বাস্তবতা মেনে নিয়েই বলছেন, পারফরম্যান্স হলেই আবার উর্ধ্বমুখী হবে ক্রিকেটের ব্র্যান্ড ভ্যালু।

এমনিতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ সবসময়ই বিসিবির জন্য ‘লস প্রজেক্ট।’ বরাবরই এই সিরিজে আর্থিক লাভ খুব একটা হয় না বা অনেক সময় আর্থিক ঘাটতি থাকে। বিশেষ করে সেটি যদি হয় টেস্ট সিরিজ। তবে এটি গোটা ক্রিকেট বিশ্বেরই বাস্তবতা। সব সিরিজ থেকে আর্থিক প্রাপ্তি একরকম থাকে না। এরকম ছোট সিরিজের আর্থিক ঘাটতি বা মাঝামাঝি সিরিজের কম লাভ পুষিয় নেওয়া হয় বড় সিরিজ থেকে।

এবারের বাস্তবতা তবু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে ক্রিকেটের বর্তমান দুর্দশা। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ ঘিরে আগ্রহ বরাবরই কম থাকলেও টিভি সম্প্রচার নিয়ে অনিশ্চয়তা জাগেনি। কোনো টিভি চ্যানেল দেখাতেই চাইবে না, এরকম পরিস্থিতি তৈরি হয়নি।

শেষ পর্যন্ত অতীতের আশ্রয়ে ফিরে বিটিভির দুয়ারে কড়া নাড়ে বিসিবি। রাষ্ট্রীয় চ্যানেলটি পাশে দাঁড়ায় বোর্ডের। বিব্রতকর অবস্থা থেকে কোনোরকমে মুক্তি পেয়ে বিসিবি সভাপতি ফারুক আহমেদ ধন্যবাদ-কৃতজ্ঞতায় ভাসিয়ে দেন বিটিভিকে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন