ঢাকার বাতাস আজও খুব অস্বাস্থ্যকর, বায়ুদূষণে শীর্ষে

www.ajkerpatrika.com ঢাকা মেট্রোপলিটন প্রকাশিত: ২২ মার্চ ২০২৫, ০৯:৩২

রাজধানী ঢাকার বাতাসের জন্য খুব একটা সু-সংবাদ নেই। বিগত কয়েক দিন ধরেই ঢাকা বিশ্বে বায়ুদূষণে শীর্ষ শহরগুলোর তালিকায় প্রায় সব সময়ই শীর্ষ ১০-এ অবস্থান করেছে এবং বেশির ভাগ সময় ঢাকার বাতাস ছিল ‘খুবই অস্বাস্থ্যকর’। আজ শনিবারও ঢাকা বায়ুদূষণের তালিকায় শীর্ষে অবস্থান করছে। একই সঙ্গে, আজও ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’।


গতকাল শুক্রবার সকাল ৮টা ২৭ মিনিটের রেকর্ড অনুযায়ী, দূষিত বাতাসের শহরের তালিকায় তৃতীয় স্থানে অবস্থানে ছিল ঢাকা। তার আগের দিন ছিল অষ্টম স্থানে। আজ শনিবার সকাল ৯টা ১৫ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্সে বা বাতাসের গুণমান সূচকে (একিউআই) ঢাকার বায়ুমানে অবনতি হয়ে স্কোর দাঁড়িয়েছে ২২৩-এ, যা খুবই অস্বাস্থ্যকর বাতাসের নির্দেশক।


অন্যান্য দেশের বায়ুমানের সঙ্গে তুলনা করে তালিকা করা হয় বলে বায়ুমানের অবনতি হলেও প্রায়শই তালিকার নিচের দিকে চলে আসে ঢাকার অবস্থান। তবে, বেশির ভাগ সময় ঢাকার বাতাস খুবই অস্বাস্থ্যকর, অস্বাস্থ্যকর এবং সংবেদনশীল মানুষের জন্য ক্ষতিকর পর্যায়েই থাকে।


এদিকে, আজ বিশ্বজুড়ে ঢাকা ছাড়া বায়ুদূষণে শীর্ষ ৫ থাকা শহরগুলো হলো যথাক্রমে—পাকিস্তানের লাহোর (১৯২), ভারতের দিল্লি (১৮৩), থাইল্যান্ডের চিয়াং মাই (১৭১) এবং ভিয়েতনামের হ্যানয় (১৬৯)।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও