ওমরাহর ক্ষেত্রে ‘বিমানের টিকেট সিন্ডিকেট’ ভেঙে দেওয়া হয়েছে: ধর্ম উপদেষ্টা

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২১ মার্চ ২০২৫, ২১:৪৩

ওমরাহর ক্ষেত্রে ‘বিমানের টিকেট সিন্ডিকেট’ ভেঙে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।


তিনি বলেছেন, সিন্ডিকেটের মাধ্যমে গ্রুপ টিকেট বুকিং দিয়ে অতিরিক্ত দামে বিক্রির সুযোগ এখন বন্ধ হয়েছে।


শুক্রবার কক্সবাজারে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।


ধর্ম উপদেষ্টা বলেন, “এখন সংশ্লিষ্ট যাত্রীর পাসপোর্ট নম্বর দিয়ে টিকেট বুকিং করতে হবে। তিন দিনের মধ্যে এই টিকেট ইস্যু না করলে স্বয়ংক্রিয়ভাবে বুকিং বাতিল হয়ে যাবে। গ্রুপ টিকেট বুকিং করে দ্বিগুণ, তিনগুণ দাম বাড়িয়ে দেবেন, এটা আর হবে না। এজন্য একটি নীতিমালাও তৈরি করা হয়েছে।”


তিনি বলেন, “কক্সবাজারে সুদূর অতীত হতেই সম্প্রীতির একটা আবহ বিরাজ করে আসছে। এখানে সাম্প্রদায়িক কোনো নৈরাজ্য, কোনো ভুল বোঝাবুঝি নেই।”


এ মসজিদের মাধ্যমে ‘ভ্রাতৃত্বের পয়গাম’ কক্সবাজারের ছড়িয়ে পড়বে বলে আশা প্রকাশ করেন উপদেষ্টা।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও