You have reached your daily news limit

Please log in to continue


আইপিএলে তাসকিনদের সুযোগ এলে বাধা দেবে না বিসিবি

বাংলাদেশের পেস বোলিং আক্রমণের অন্যতম কান্ডারি তাসকিন আহমেদ। প্রতিবছরই আইপিএল এলে তাসকিনের খেলা নিয়ে আলোচনা হয়। কিন্তু এবার মেগা নিলামে কোনো বাংলাদেশি ক্রিকেটারকে দলে নেয়নি আইপিএলের কোনো ফ্র্যাঞ্চাইজি।

আইপিএলে প্রায় মাঝপথে বদলি ক্রিকেটার নেওয়ার উদাহরণ রয়েছে। এবার তাসকিনের সঙ্গে যোগাযোগ করেছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। রাজধানীর এক হোটেলে আজ ভক্ত-সমর্থকদের সঙ্গে ইফতার শেষে সংবাদমাধ্যমকে তাসকিন বলেন, ‘মেগা নিলামে কোনো বাংলাদেশি ক্রিকেটারকে নেয়নি আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো। তবে দীর্ঘ সময়ের টুর্নামেন্ট হওয়ায় বদলি হিসেবে অনেক সময় নতুন ক্রিকেটারকে দলে নেওয়া হয়। তেমনি লক্ষ্ণৌ সুপার জায়ান্টস আমার সঙ্গে যোগাযোগ করেছে। তারা জানতে চেয়েছে, যদি বদলি হিসেবে নিতে চায়, তাহলে আমি খেলতে পারব কি না এবং বিসিবি এনওসি (অনাপত্তিপত্র) দেবে কি না। আমি তাদের জানিয়েছি, আমাদের যদি সুযোগ আসে, বিসিবির পক্ষ থেকে এনওসি নিয়ে এবার কোনো সমস্যা হবে না।’

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগ এবার এনওসি দেওয়ার বিষয়ে আগের মতো কঠোর অবস্থানে নেই বলে জানিয়েছেন তাসকিন। ২৯ বছর বয়সী বাংলাদেশের পেসার বলেন, ‘আমরা বোর্ডের সঙ্গে আলোচনা করেছি। তারা জানিয়েছে, যদি কোনো সুযোগ আসে, এনওসি পেতে কোনো সমস্যা হবে না।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন