৯৯তম মিনিটে ভিনিসিয়ুসের গোলে জিতে আর্জেন্টিনার পেছনে ব্রাজিল

ডেইলি স্টার প্রকাশিত: ২১ মার্চ ২০২৫, ০৯:৪৪

দারুণ শুরু করা ব্রাজিল পরের দিকে বেশ ঝিমিয়ে পড়ল। সেই সুযোগে সমতায় ফিরে কলম্বিয়া পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ার আশা পেল। তবে রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র একদম শেষ মুহূর্তে পাল্টে দিলেন চিত্র। ভাগ্যের কিছুটা সহায়তাও মিশে থাকল সেখানে। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের নবম মিনিটে তার গোলে স্বস্তির জয় পেল ব্রাজিল।


দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপে বাছাইপর্বে শুক্রবার ঘরের মাঠ ব্রাসিলিয়ায় ২-১ ব্যবধানে জিতেছে দরিভাল জুনিয়রের শিষ্যরা। প্রথমার্ধের ষষ্ঠ মিনিটে বার্সেলোনা উইঙ্গার রাফিনিয়ার পেনাল্টিতে এগিয়ে যায় স্বাগতিকরা। বিরতির চার মিনিট আগে সফরকারীদের পক্ষে গোল শোধ করেন লিভারপুল ফরোয়ার্ড লুইস দিয়াজ। এরপর কোনো দলই তেমন সুবিধা করতে পারছিল না। শেষমেশ ম্যাচের ৯৯তম মিনিটে ব্যবধান গড়ে দেন ভিনিসিয়ুস।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও