ত্বকের ক্যানসার

দেশ রূপান্তর প্রকাশিত: ২১ মার্চ ২০২৫, ০৮:২৯

ত্বকের ক্যানসার হলো, ত্বকের কোষের অস্বাভাবিক বৃদ্ধি। 


ক্যানসারের ধরন 


মেলানোমা এটি সবচেয়ে গুরুতর ত্বকের ক্যানসার। এটি মেলানিন-উৎপাদনকারী কোষে বিকশিত হয়, যাকে মেলানোসাইট বলা হয়। মেলানিন আপনার ত্বকে রঙ দেওয়ার জন্য দায়ী একটি রঙ্গক। নন-মেলানোমা ত্বকের ক্যানসার এটি সব ধরনের ত্বকের ক্যানসারকে বোঝায়, যা অ-মেলানোটিক। এই ক্যানসারের চিকিৎসা নির্ভর করে ক্যানসারের ধরনের ওপর, বেসাল সেল কার্সিনোমা নাকি স্কোয়ামাস সেল কার্সিনোমা। বেসাল সেল কার্সিনোমা এটি অন্য ধরনের ত্বকের ক্যানসার, যা বেসাল কোষে শুরু হয়। বেসাল কোষগুলো ত্বকে উপস্থিত কোষগুলোর ধরনের, যা পুরনো কোষগুলো মারা গেলে নতুন ত্বকের কোষ তৈরি করে। এ ধরনের ক্যানসার ত্বকে একটি স্বচ্ছ আঁচড় হিসেবে প্রদর্শিত হয়।ত্বকের স্কোয়ামাস সেল কার্সিনোমা স্কোয়ামাস সেল কার্সিনোমা একটি সাধারণ ধরনের ত্বকের ক্যানসার। ত্বকের মধ্যম ও বাইরের স্তর তৈরির জন্য দায়ী স্কোয়ামাস কোষে বিকাশ লাভ করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও