
বিসিএস পরীক্ষার সিলেবাস পরিবর্তন প্রস্তাব ও প্রাসঙ্গিক কিছু কথা
জনপ্রশাসন সংস্কার কমিশন সম্প্রতি সরকারের কাছে তাদের সুপারিশমালা পেশ করেছে। এতে তারা বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) লিখিত পরীক্ষার সিলেবাস পরিবর্তনের প্রস্তাব করেছে। কমিশন বিসিএসের জন্য ৬০০ নম্বরের লিখিত পরীক্ষার প্রস্তাব করেছে। বর্তমানে বিসিএস চাকরিপ্রার্থীদের ৯০০ নম্বরের লিখিত পরীক্ষা দিতে হয়। এর মধ্যে বাংলা ২০০, ইংরেজি ২০০, বাংলাদেশ বিষয়াবলি ২০০, আন্তর্জাতিক বিষয়াবলি ১০০, গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা ১০০ এবং সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি ১০০।
কমিশন তাদের সুপারিশে বাংলায় ২০০ নম্বরের পরিবর্তে ১০০ নম্বর, বাংলাদেশ বিষয়াবলি ২০০ নম্বরের পরিবর্তে ১০০ নম্বর, গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা ১০০ নম্বর সম্পূর্ণ বাদ দিয়ে ৬০০ নম্বরের লিখিত পরীক্ষা নেয়ার সুপারিশ করেছে। কমিশন কেন লিখিত পরীক্ষার নম্বর কমানোর সুপারিশ করেছে তার কোনো যৌক্তিক ব্যাখ্যা পাওয়া যায় না। এমনকি তারা কেন গণিত বাদ দেয়ার সুপারিশ করেছেন তারও কোনো ব্যাখ্যা পাওয়া যায় না। সংগত কারণেই কমিশনের এমন প্রস্তাবে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। উল্লেখ্য, বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি) হলো রাষ্ট্রের জন্য ‘উপযুক্ত ও যোগ্যতাসম্পন্ন ব্যক্তি নির্বাচন করার ক্ষমতাপ্রাপ্ত সাংবিধানিক প্রতিষ্ঠান। রাষ্ট্রের জন্য এ ‘উপযুক্ত ও যোগ্যতাসম্পন্ন ব্যক্তি’ নির্বাচন করা এ প্রতিষ্ঠানের প্রধানতম দায়িত্ব।