
ইউএনএইচসিআরের রোহিঙ্গা ডেটাবেজ ব্যবহার করতে পারবে ইসি
তথ্য যাচাইয়ের জন্য কক্সবাজারের নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থীদের ডেটাবেজ নির্বাচন কমিশনকে ব্যবহারের অনুমতি দিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা-ইউএনএইচসিআর।
বুধবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইউএনএইচসিআর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান ইসির এনআইডি উইংয়ের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর।
ইউএনএইচসিআর-এর জেনিভা ও কক্সবাজারের প্রতিনিধি এ বৈঠকে উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে এনআইডি উইংয়ের ডিজি বলেন, “রোহিঙ্গাদের যে ডেটা ইউএনএইচসিআর-এর কাছে আছে, আমরা ওই ডেটা পাওয়ার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করছি। বাংলাদেশ সরকার চেষ্টা করছে। আজকে জানতে পারলাম, ২০১৮ সাল থেকে এ চেষ্টা অব্যাহত রয়েছে।”
তথ্য পাওয়ার বিষয়ে ইতোমধ্যে বাংলাদেশ সরকারের সঙ্গে একটি সমঝোতা স্মারক হয়েছে জানিয়ে হুমায়ুন কবীর বলেন, “এর পরিপ্রেক্ষিতে ইউএনএইচসিআর রোহিঙ্গাদের ডেটা আমাদের সাথে শেয়ার করতে সম্মত হয়েছে। এ ডেটা কীভাবে ব্যবহার করতে পারি, আর উনারা কীভাবে দিতে পারে- এ বিষয় নিয়ে আজ একেবারে প্রাথমিক আলোচনা হয়েছে।”