পিএসএল ছেড়ে আইপিএলে যাওয়ার কারণ জানালেন প্রোটিয়া পেসার

ঢাকা পোষ্ট প্রকাশিত: ১৯ মার্চ ২০২৫, ১৮:০১

আগামী ২২ মার্চ পর্দা উঠবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) অষ্টাদশ আসরের। অন্যদিকে, পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নতুন আসর শুরু হবে ১১ এপ্রিল। প্রায় কাছাকাছি সময়ে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট শুরু হতে যাওয়ায় বিদেশি ক্রিকেটারদের নিয়ে চলছে টানাটানি। যদিও আইপিএলের নিলাম আগেই অনুষ্ঠিত হওয়াতে সেই ঝামেলায় তেমন পড়তে হয়নি পাকিস্তানকে। তবে তাদেরই নেওয়া দক্ষিণ আফ্রিকান এক পেসারকে ছিনিয়ে নিয়েছে ভারতীয় টুর্নামেন্টটি।


ড্রাফট থেকে পিএসএল ফ্র্যাঞ্চাইজি পেশোয়ার জালমি দলে ভিড়িয়েছিল প্রোটিয়া পেসার করবিন বশকে। কিন্তু আইপিএলের আগমুহূর্তে মুম্বাই ইন্ডিয়ান্সের পেসার লিজার্ড উইলিয়ামস চোট পেয়েছেন। তিনিও দক্ষিণ আফ্রিকার পেসার। তারপরই মুম্বাই জানিয়েছে, উইলিয়ামসের পরিবর্তে দলে নেওয়া হয়েছে বশকে। যা নিয়ে পিসিবি ওই ক্রিকেটারকে আইনি নোটিশ পাঠিয়েছিল। যার জবাব দিয়েছেন বশ, একইসঙ্গে জানিয়েছেন পিএসএল ছেড়ে আইপিএল বেছে নেওয়ার কারণ।


পাকিস্তানি ক্রিকেট কর্তৃপক্ষকে বশ জানিয়েছেন, পিএসএলকে হেয় করার কোনো উদ্দেশ্য ছিল না তার। আর মুম্বাই ইন্ডিয়ান্সে যোগ দেওয়া ছিল এই প্রোটিয়া পেসারের ক্যারিয়ারের জন্য অনেক বড় সিদ্ধান্ত। এমনিতেই আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের অবস্থান অনেক শক্ত ও দাপুটে। একইসঙ্গে বিশ্বব্যাপী বেশ কয়েকটি টুর্নামেন্টেও তাদের দল আছে। ফলে মুম্বাইয়ের সঙ্গে যুক্ত হওয়া বশের আরও টুর্নামেন্ট খেলার পথ খুলে দেবে। এ ছাড়া দক্ষিণ আফ্রিকার এসএ২০ লিগেও মুম্বাই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছিলেন এই পেস অলরাউন্ডার।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও