কখনও তিনি রাগে ফেটে পড়ছেন, কখনও বা অপরাধীদের শাসন করছেন। ওয়েব সিরিজ ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টারের’ প্রচার ভিডিওতে পুলিশ চরিত্রে এ ধরনের মেজাজেই পাওয়া গেছে ভারতের সাবেক ক্রিকেটার সৌরভ গাঙ্গুলীকে। ভিডিওতে ক্রিকেট ব্যাট চালানোর কায়দায় লাঠি চালিয়ে অপরাধীকে শাসন করতে দেখা গেছে সৌরভকে।
নীরজ পাণ্ডের হিন্দি ভাষার এই ওয়েব সিরিজের প্রেক্ষাপট ভারতের পশ্চিমবঙ্গ। এই রাজ্যের অন্ধকার দিক, অপরাধ জগৎ এবং পুলিশি ব্যবস্থার গল্প বলবে সিরিজটি। নেটফ্লিক্সের ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’ মুক্তি পাচ্ছে বৃহস্পতিবার।
এই সিরিজের হাত ধরে প্রথমবারের একসঙ্গে পর্দায় আসছেন পশ্চিমবঙ্গের দুই অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও জিতেন্দ্র মদনানী জিৎ; আরো আছেন শাশ্বত চট্টোপাধ্যায়, ঋত্বিক ভৌমিক, রাহুল দেব বসু, শ্রদ্ধা দাস।