You have reached your daily news limit

Please log in to continue


পুলিশকে হতে হবে রাষ্ট্রের সেবক, সরকারের নয়

এটা ঐতিহাসিকভাবে সত্য যে, উপমহাদেশের পুলিশ বাহিনীর সদস্যরা রাজনৈতিকভাবে ব্যবহৃত হয়েছে। পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার করার কথা পুলিশ আইনের কোথাও উল্লেখ নেই। পুলিশ সব সময় আইন মোতাবেক দায়িত্ব পালন করবে, এটাই বলা আছে। পুলিশ যদি আইন মোতাবেক দায়িত্ব পালন না করে, তাহলে সেখানে দুই ধরনের ব্যর্থতা আছে। এটি হচ্ছে তাদের ব্যক্তিগত ব্যর্থতা এবং সংগঠনের ব্যর্থতা। আরেকটি হচ্ছে রাজনৈতিক সদিচ্ছার অভাব। পুলিশের নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ এজন্য দায়ী।

সরাসরি বলতে গেলে বলতে হয়, পুলিশ স্বাধীনভাবে আইন মোতাবেক দায়িত্ব পালন না করতে পারলে তার ব্যর্থতা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওপর বর্তায়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওপরেও নিয়ন্ত্রণকারী থাকেন, যিনি হলেন রাষ্ট্রের প্রধান নির্বাহী। তিনি যদি চান পুলিশ বাহিনী আইন মোতাবেক দায়িত্ব পালন করুক, তাহলে তাদের সরকারের আজ্ঞাবহ হওয়ার কথা নয়। তাতে পুলিশ রাষ্ট্রের সেবক হতে পারবে। রাষ্ট্র ও সরকারের পার্থক্য আমাদের এখানে অনেকেই ভুলে যান। চারটি আবশ্যিক উপকরণ নিয়ে একটি রাষ্ট্র গঠিত হয়। এগুলো হচ্ছে-নির্দিষ্ট ভূখণ্ড, স্বাধীনতা-সার্বভৌমত্ব, জনসংখ্যা এবং সরকার। এর মধ্যে একমাত্র পরিবর্তনশীল উপকরণ হচ্ছে সরকার। কিন্তু আমাদের দেশের অধিকাংশ মানুষ রাষ্ট্র ও সরকারকে একই মনে করেন। সরকার হচ্ছে অস্থায়ী বা পরিবর্তনশীল। সরকার হচ্ছে একদল মানুষের সমষ্টি। পুলিশ বাহিনীর সরকারের আজ্ঞাবহ হয়ে কাজ করার কথা নয়। পুলিশ হচ্ছে রাষ্ট্রের কর্মকর্তা বা কর্মচারী। তাদের আইন মোতাবেক জনস্বার্থে কাজ করতে হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন