
আরব লিগের গাজা পরিকল্পনা নাকচ করে দিতে ট্রাম্পের কাছে কেন তদবির করছে আরব আমিরাত
প্রথম আলো
প্রকাশিত: ১৮ মার্চ ২০২৫, ১৯:১৫
গাজা উপত্যকায় যুদ্ধপরবর্তী সময়ে বাস্তবায়নের জন্য আরব লিগের অনুমোদিত পরিকল্পনাটি প্রত্যাখ্যান করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের কাছে তদবির করছে সংযুক্ত আরব আমিরাত। যুক্তরাষ্ট্র ও মিসরের কর্মকর্তারা মিডল ইস্ট আইকে এ কথা বলেছেন।
গাজা পরিকল্পনার খসড়াটি তৈরি করেছে মিসর। আরব লিগ তা অনুমোদন করেছে। এ পরিকল্পনা অনুযায়ী, গাজা পুনর্গঠনে ৫ হাজার ৩০০ কোটি ডলারের প্রয়োজন হবে। পরিকল্পনাটি বাস্তবায়নে গাজার বাসিন্দাদের বাস্তুচ্যুত করার প্রয়োজন হবে না। এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প গাজার বাসিন্দাদের মিসর ও জর্ডানে পাঠিয়ে গাজায় উপকূলীয় পর্যটন শহর গড়ে তোলার প্রস্তাব দেন।