You have reached your daily news limit

Please log in to continue


হন্ডুরাসে বিমান দুর্ঘটনায় নিহত ৬

হন্ডুরাসের রোয়াতান দ্বীপ থেকে ১৭ জন আরোহীসহ উড্ডয়নের পর একটি বিমান সাগরে পড়ে বিধ্বস্ত হয়েছে। এতে অন্তত ছয়জন নিহত হয়েছেন।

স্থানীয় সময় সোমবার রাতে রোয়াতানের দমকল প্রধান উইলমার গেরেরো স্থানীয় গণমাধ্যম এইচসিএইচকে জানান, আটজন যাত্রী সম্ভবত এখনও বিমানটির ভেতরে রয়ে গেছেন।

দ্বীপটির পুলিশ প্রধান লিসান্দ্রো মুনোজ জানান, বিমানটি উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই সাগরে পড়ে বিধ্বস্ত হয়।

তিনি বলেন, “বিমানটি সাগরে পড়ায় উদ্ধার ও পুনরুদ্ধার প্রচেষ্টা কঠিন হয়ে গেছে।”

রয়টার্স জানিয়েছে, হন্ডুরাসের লানসা এয়ারের জেটস্ট্রিম বিমানটির ১৭ জন আরোহী মধ্যে তিন ক্রু, দু’টি শিশু, এক মার্কিন নাগরিক ও ফ্রান্সের এক নাগরিক ছিলেন।

বিমানটি রোয়াতান দ্বীপ থেকে মূলভূখণ্ডের লা সেইবা বিমানবন্দরের উদ্দেশে রওনা হয়েছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন