নিজেকে গুটিয়ে নিয়েছিলেন ‘সরলতার প্রতিমা’র খালিদ

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১৮ মার্চ ২০২৫, ১৭:৫১

‘সরলতার প্রতিমা’ শিরোনামের গানটি গেয়ে শিল্পী খালিদ তরুণ প্রজন্মের হৃদয়ে ঝড় তুলেছিলেন। এখনো অনেকে গুনগুন করে গানটি পরিবেশন করেন। তার কণ্ঠের ‘কোনো কারণেই ফেরানো গেল না তাকে’, ‘হয়নি যাবারও বেলা’, ‘তুমি নেই তাই’ , ‘যতটা মেঘ হলে বৃষ্টি নামে’ , ‘যদি হিমালয় হয়ে দুঃখ আসে’ গানগুলো লুফে নিয়েছিলেন শ্রোতারা। আজ (১৮ মার্চ) এমন সব জনপ্রিয় গানের শিল্পীকে হারানোর দিন। ২০২৪ সালের আজকে দিনে হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোক গমন করেন এ গায়ক।


ঢাকার গ্রিনরোডের একটি বেসরকারি হাসপাতালে মারা যান খালিদ। বয়স হয়েছিল ৫৬ বছর। সেদিন খালিদ সন্ধ্যার পরে অসুস্থ বোধ করেন। সেই সময় বাড়িতে ছিলেন তিনি। বাড়ি থেকে তাকে দ্রুত রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপরই হাসপাতালে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও