নতুন ভিডিও ভাইরাল, মমতাজের অবস্থান সম্পর্কে যা জানা গেল

যুগান্তর প্রকাশিত: ১৮ মার্চ ২০২৫, ১৭:৪০

দেশের লোকগানের জনপ্রিয় শিল্পী মমতাজ বেগম।  দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে তিনি গান গেয়ে মানুষের মন জয় করেছন। তবে তাকে নিয়ে বিতর্কও কম হয়নি। আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসন থেকে সংসদ সদস্য হয়েছেন, এরপর দলটির মনোনয়ন পেয়ে সরাসরি নির্বাচনেও অংশগ্রহণ করেছেন, জিতেছেনও। তবে আওয়ামী লীগের পতনের সঙ্গে সঙ্গে মমতাজও যেন উধাও। কোনো খোঁজখবর নেই, গানের কোনো অনুষ্ঠানেও দেখা যাচ্ছে না তাকে। 


সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে তার নাতনির সঙ্গে দেখা গেছে। এই ভিডিও দেখে নেটিজেনরা মিশ্র প্রতিক্রিয়া জানাচ্ছেন। কেউ মমতাজকে শ্রম ও মেধার জোরে শূন্য থেকে সাফল্যের চূড়ায় ওঠার উদাহরণ হিসেবে দেখছেন, আবার কেউ সমালোচনায় মুখর হয়েছেন।


অনেকেই তাকে ‘ভোটচোর’, ‘স্বৈরাচারের দোসর’ ও ‘পালিয়ে যাওয়া আপার সৈনিক’ বলে মন্তব্য করছেন। বিশেষ করে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই তাকে প্রকাশ্যে দেখা যায়নি, তাই অনেকেই জানতে চাইছেন, মানিকগঞ্জ-সিংগাইর (মানিকগঞ্জ-২) আসনের এই সাবেক সংসদ সদস্য বর্তমানে কোথায় আছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও