
ইউক্রেনে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠায় করণীয়
ইউক্রেনে একটি দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে কোনো সন্দেহ থাকা উচিত নয়। ২০২২ সালের এপ্রিলে রাশিয়া ও ইউক্রেন ইস্তান্বুলে একটি শান্তি চুক্তিতে স্বাক্ষরের প্রান্তে ছিল, যেখানে তুরস্ক সরকার মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছিল। মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ইউক্রেনকে চুক্তিতে স্বাক্ষর করতে নিরুৎসাহিত করেছিল এবং এর ফলে হাজার হাজার ইউক্রেনীয় মারা গেছে বা গুরুতরভাবে আহত হয়েছে। তবুও ইস্তান্বুল প্রক্রিয়ার কাঠামো আজকের শান্তির ভিত্তি হিসাবে কাজ করতে পারে।
খসড়া শান্তি চুক্তিটি (১৫ এপ্রিল, ২০২২) এবং এর ভিত্তিতে ইস্তান্বুল কমিউনিক (২৯ মার্চ, ২০২২) সংঘাতের সমাপ্তির জন্য একটি যুক্তিসংগত ও সরল পথের প্রস্তাব করেছিল। সত্য যে, ইউক্রেন আলোচনা থেকে বেরিয়ে যাওয়ার তিন বছর পর, যার মধ্যে ইউক্রেন বড় ক্ষতির সম্মুখীন হয়েছে, তখন যে পরিমাণ ভূমি ছাড় দিত, এখন তার চেয়ে বেশি ভূমি ছাড় দেবে। তবে এটি কিছু মৌলিক বিষয় অর্জন করবে : সার্বভৌমত্ব, আন্তর্জাতিক নিরাপত্তার বন্দোবস্ত ও শান্তি।