এল নুসরাত-সজলের 'কন্যা' গান, আছে উৎসবের আবহ

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৮ মার্চ ২০২৫, ১২:৫৭

ঈদে মুক্তির অপেক্ষায় থাকা ‘জ্বীন ৩’ সিনেমার প্রথম গান 'কন্যা' প্রকাশ হয়েছে। নুসরাত ফারিয়া ও আব্দুন নূর সজল জুটিকে এই গানে পাওয়া গেছে উৎসবের আমেজে।


জাজ মাল্টিমিডিয়ার ফেইসবুক পেইজে প্রচার হয়েছে গানটি। এতে কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল ও দিলশাদ নাহার কণা।


গানের কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন, সংগীতায়োজন করেছেন ইমরান।


গানের ভিডিওচিত্রে দোল উৎসব, গ্রামীণ মেলা, রং-বেরঙের মুখোশ পরে নববর্ষ উদযাপনের দৃশ্য উঠে এসেছে। লাল শাড়ি ও বসন্তের রঙে সাজতে দেখা গেছে নুসরাতকে। আর সজল পরেছেন সাদা পাঞ্জাবি।


‘জ্বীন ৩’ সিনেমাটি নির্মাণ করেছেন কামরুজ্জামান রোমান। গানটি নিয়ে পরিচালক বলেন,"গ্রাম বাংলার উৎসবের আমেজ তুলে ধরা হয়েছে গানটিতে। আশা করছি সবার ভালো লাগবে।"


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও