
ফ্রেঞ্চ লিগে শিরোপার নাগালে পিএসজি
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ১৭ মার্চ ২০২৫, ১২:১৪
চ্যাম্পিয়ন্স লিগে টাইব্রেকারে বাজিমাত করে লিভারপুলকে বিদায় করেছে পিএসজি। ঘরোয়া লিগেও নিজেদের আধিপত্য বজায় রেখেছে তারা। শুধু তাই নয়, লিগ শিরোপা জয়ের একেবারে দ্বারপ্রান্তে চলে এসেছে প্যারিসের দলটি।
রোববার রাতে ঘরের মাঠে ফ্রেঞ্চ লিগ ওয়ানে দ্বিতীয় স্থানে থাকা মার্শেইকে ৩-১ গোলে হারিয়েছে পিএসজি। এ জয়ে মার্শেইয়ের সঙ্গে ১৯ পয়েন্টের ব্যবধান তৈরি করলো লুইস এনরিকের শিষ্যরা। ২৬ ম্যাচ শেষে পিএসজির পয়েন্ট এখন ৬৮।