
এখনও সংস্কার শুরুই হয়নি?
অন্তর্বর্তী সরকারের গত সাত মাসে রাষ্ট্রীয় পর্যায়ে সবচেয়ে বেশি উচ্চারিত শব্দ ‘সংস্কার’। অথচ এই সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সম্প্রতি বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, তারা এখনও সংস্কার শুরুই করেননি। (বিবিসি বাংলা, ০৩ মার্চ ২০২৫)।
প্রশ্ন হলো, সাত মাসে যদি সংস্কার শুরুই না হয়ে থাকে, তাহলে কবে শুরু হবে এবং সেই সংস্কার কবে শেষ হবে? সরকার প্রধান এ পর্যন্ত বেশ কয়েকবার বলেছেন যে, রাজনৈতিক দলগুলো কম সংস্কার চাইলে আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচন হবে। আর যদি তারা বেশি সংস্কার চায় তাহলে নির্বাচন হবে আগামী বছরের জুনে। কম সংস্কার ও বেশি সংস্কার বলতে কী বুঝায়—তা নিয়ে জনমনে কৌতূহল আছে। কেননা সরকারের তরফে এখনও বিষয়টা পরিষ্কার করা হয়নি যে তারা কম ও বেশি সংস্কার বলতে কী বুঝায়?
- ট্যাগ:
- মতামত
- সংস্কার প্রস্তাব
- সংস্কার