ধোঁয়াশায় ঢালিউড নায়কদের পারিশ্রমিক

কালের কণ্ঠ প্রকাশিত: ১৬ মার্চ ২০২৫, ২১:৩৬

বহির্বিশ্বে তারকাদের বিভিন্ন কাজের খবরের পাশাপাশি তাদের পারিশ্রমিকের খবর দেখা যায়। তারকাদের পারিশ্রমিক নিয়ে ভক্তদের আগ্রহও কম নয়, তারাও জানতে চান কোন নায়ক কত পারিশ্রমিক পান। হলিউড, বলিউডে এ বিষয়ে তথ্য থাকলেও ঢালিউডে এ নিয়ে প্রযোজক থেকে শুরু করে তারকারা এ নিয়ে কখনো কোনো তথ্য দেন না। তবে কয়েকজন প্রযোজক মারফত একটা ধারণা পাওয়া যায়।


সম্প্রতি দেশের একটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে, দেশের শীর্ষ নায়ক শাকিব খান সিনেমাপ্রতি দেড় কোটি টাকা পারিশ্রমিক নেন। যার আসলে কোনো ভিত্তি নেই।


ঢাকাই ইন্ডাস্ট্রিতে নায়কদের পারিশ্রমিক অনেকটাই ওঠানামা করে প্রযোজক-শিল্পী সম্পর্কের কারণে। অনেক সময় গল্প ভালো হলে কিংবা প্রযোজকের সঙ্গে সম্পর্কের খাতিরে নায়কেরা তাদের পারিশ্রমিকের চেয়েও অনেক কমে কাজ করে দেন।


সাম্প্রতিক সময়ে কাজ করা প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর ঘনিষ্ঠ সূত্রে খোঁজ নিয়ে জানা গেছে, শাকিব খান এখন পর্যন্ত কোনো সিনেমার জন্য কোটি টাকা পারিশ্রমিক নেননি। সূত্র জানাচ্ছে, ‘প্রিয়তমা’ সিনেমায় ৩৫ লাখ টাকা পারিশ্রমিক নেন শাকিব। এরপর সিনেমা তুমুল হিট করায় তার পরবর্তী সিনেমা ‘রাজকুমার’-এ তিনি নেন ৬৫ লাখ টাকা। ‘দরদ’ সিনেমায় নেন বরাবর ৭০ লাখ, এবং ‘তুফান’-এ এই নায়ক হাঁকান ৮০ লাখ টাকা।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও