You have reached your daily news limit

Please log in to continue


ই-রিটার্ন আগামী বছরই বাধ্যতামূলক করতে চান এনবিআর চেয়ারম্যান

ব্যক্তিশ্রেণির সব করদাতার ক্ষেত্রে আগামী বছর থেকে অনলাইনে আয়কর বিবরণী জমা দেওয়া বাধ্যতামূলক করতে চান জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান।

রোববার আগারগাঁওয়ে এক কর্মশালায় তিনি বলেছেন, “ই-রিটার্ন গত বছরের তুলনায় ৫ গুন বেড়েছে; ১৫ লাখের কাছাকাছি পেয়েছি।

“আগামী বছর এটাকে শতভাগ বাধ্যতামূলক করতে চাই। কিছু ব্যতিক্রম থাকবে। যাদের একান্ত কোনো কারণ আছে, তারা (অনলাইনে) দিতে পারবেন না।”

রাজস্ব ভবনে ‘রিটার্ন সিস্টেমের সমস্যা চিহ্নিতকরণ এবং সমাধানের উপায়’ শিরোনামে এ কর্মশালা করে এনবিআর।

আবদুর রহমান বলেন, “আমাদের অনলাইনে রিটার্ন না দেওয়ার কোনো উপায় নেই। আমাদের পুরোপুরি অনলাইনে রিটার্ন দিতেই হবে।

“অনলাইন রিটার্নে সময় ও অর্থ বাঁচে। টেনশন একদমই নাই। কারণ ক্যালকুলেশন তো, কোনটা ট্যাক্স এবল, কোনটার কত কর হার কিছুই জানা দরকার নেই। আপনি তথ্যগুলো দেবেন, সিস্টেম ক্যালকুলেশন করে দেবে।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন