সন্তানদের নাম নেই হ্যাকম্যানের উইলে, কে পাবে ৯৭১ কোটি টাকার সম্পত্তি

www.ajkerpatrika.com আমেরিকা / যুক্তরাষ্ট্র প্রকাশিত: ১৬ মার্চ ২০২৫, ২০:৫৬

সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোর সান্তা ফে শহরে অবস্থিত নিজ বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে হলিউডের প্রখ্যাত অভিনেতা জিন হ্যাকম্যান ও তাঁর স্ত্রী বেটসি আরাকাওয়াকে। শুরুতে এই দম্পতির মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হলেও পরে তদন্তে বেরিয়ে এসেছে—ওই বাড়িটিতে হ্যাকম্যানের অন্তত এক সপ্তাহ আগেই মারা গিয়েছিলেন তাঁর স্ত্রী বেটসি। আর তীব্র আলঝেইমারের কারণে স্ত্রীর মৃত্যুর বিষয়টি হয়তো বুঝতেই পারেননি হ্যাকম্যান। পরে নিঃসঙ্গ অবস্থায় তিনিও মারা যান।


এবার হ্যাকম্যান দম্পতির মৃত্যু রহস্য উদ্ঘাটন হতে না হতেই সামনে এল হ্যাকম্যানের রেখে যাওয়া বিপুল সম্পত্তির বিষয়টি। বিবিসি জানিয়েছে, সম্পত্তির উইলে জিন হ্যাকম্যান তাঁর কোনো সন্তানেরই নাম উল্লেখ করেননি। তিনি তাঁর ৮০ মিলিয়ন ডলারের (৯৭১ কোটি টাকার বেশি) সম্পত্তির পুরোটাই রেখে গিয়েছিলেন ৩০ বছরের দাম্পত্য সঙ্গী বেটসি আরাকাওয়ার নামে। কিন্তু হ্যাকম্যানের অন্তত এক সপ্তাহ আগেই মারা গেছেন বেটসি। এ অবস্থায় হ্যাকম্যানের সম্পত্তির ভাগাভাগি নিয়ে অনিশ্চয়তা এখনো রয়ে গেছে।


তবে আইন বিশেষজ্ঞরা মত দিয়েছেন—যেহেতু কর্তৃপক্ষ বলছে, বেটসি তাঁর স্বামীর মৃত্যুর সাত দিন আগে মারা গিয়েছিলেন, তাই উইলে সন্তানদের নাম না থাকলেও তাঁরা বাবার সম্পত্তির উত্তরাধিকারী হতে পারেন। হ্যাকম্যানের তিন সন্তান রয়েছেন। তাঁরা সবাই হ্যাকম্যানের প্রয়াত প্রথম স্ত্রী ফে মাল্টিজের গর্ভে জন্ম নিয়েছিলেন। এর মধ্যে সবার বড় ক্রিস্টোফারের বয়স এখন ৬৫ বছর। অপর দুই সন্তান এলিজাবেথ ও লেসলির বয়স যথাক্রমে ৬২ ও ৫৮ বছর। বাবার সম্পদের বিষয়ে তাঁদের কাছ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও