ঘরের সঙ্গে মিলিয়ে বেডশিট পছন্দ করবেন যেভাবে

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১৬ মার্চ ২০২৫, ১৯:৪৬

আপনার শোবার ঘরের সবচেয়ে বড় জায়গাটি জুড়ে থাকে বিছানা। তাই ঘরটি সাজানোর প্রসঙ্গে বিছানার চাদর বা বেডশিট পছন্দ করার মধ্য দিয়ে ফুঁটে উঠবে আপনার শৈল্পীক ভাবনা। তবে বেডশিট নির্বাচন করার সময় অনেকেই বিভ্রান্তিতে পড়ে যান। দোকানে দেখতে ভালো লেগেছে যে চাদরটা, বাসায় ফিরে বিছানোর পর অনেক সময় আর ভালো লাগেনা। কেন হয় এমন? কারণ ঘরের অন্যান্য জিনিসের সঙ্গে হয়তো চাদরটি ঠিক যায়না।


তাই শোবার ঘরের আকার, থিম, দেয়ালের রং এবং ফার্নিচারের সঙ্গে সামঞ্জস্য রেখে বেডশিট বাছাই করলে ঘরটি সাজানোর পর দেখতে বেশি সুন্দর লাগে। জেনে নিন কোন পাঁচটি বিষয় মাথায় রেখে আপনার ঘরের জন্য বেডশিট কিনবেন-


১. শোবার ঘরের আকার অনুযায়ী বেডশিট নির্বাচন


শোবার ঘরের আকার বেডশিট নির্বাচনের প্রথম এবং প্রধান ফ্যাক্টর। ছোট এবং বড় ঘরের জন্য বেডশিটের ডিজাইন, রং এবং প্যাটার্ন ভিন্ন হতে পারে।


ছোট শোবার ঘরের জন্য:


ছোট ঘরকে আরও প্রসারিত এবং উন্মুক্ত দেখানোর জন্য হালকা রঙের বেডশিট বেছে নিন। হালকা নীল, ক্রিম, পেস্টেল পিংক বা সাদা রঙের বেডশিট ছোট ঘরকে আরও বড় এবং উজ্জ্বল দেখাতে সাহায্য করে। এছাড়া, সরল এবং মিনিমালিস্টিক ডিজাইনের বেডশিট ছোট ঘরের জন্য উপযোগী। বড় প্যাটার্ন বা গাঢ় রঙের বেডশিট এড়িয়ে চলুন, কারণ এগুলো ঘরটিকে আরও ছোট এবং আবদ্ধ দেখায়।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও