
উইল স্মিথের অ্যালবাম আসছে ২০ বছর পর
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১৬ মার্চ ২০২৫, ১৯:০৭
হলিউড তারকা উইল স্মিথের গানের অ্যালবাম আসছে ২০ বছর পর।
পিপলডটকম জানিয়েছে ‘বেজড অন আ ট্রু স্টোরি’ নামের স্মিথের পূর্ণাঙ্গ অ্যালবামটি প্রকাশ হবে আগামী ২৮ মার্চ।
এর আগে এই অভিনেতা গায়কের ‘লস্ট অ্যান্ড ফাউন্ড’ নামের অ্যালবামটি এসেছিল সর্বশেষ ২০০৫ সালে।
দীর্ঘ দুই দশকে স্মিথ গান গাইলেও তার পূর্ণাঙ্গ অ্যালবাম পায়নি ভক্তরা।
‘বেজড অন আ ট্রু স্টোরি’ অ্যালবামে স্মিথ ১৪টি গান রেখেছেন; এতে তার সঙ্গী হয়েছেন ডিজে জ্যাজি জেফ, টেয়ানা টেলর ও জ্যাক রস।
ইনস্টাগ্রামে একটি পোস্টে অ্যালবাম প্রকাশের তারিখ ও কভার শেয়ার করেছেন স্মিথ লিখেছেন।
- ট্যাগ:
- বিনোদন
- অ্যালবাম প্রকাশনা
- উইল স্মিথ