You have reached your daily news limit

Please log in to continue


সাশ্রয়ী দামে ঈদের পোশাক পাবেন যে মার্কেটে

পোশাকি নাম সিটি করপোরেশন সুপার মার্কেট হলেও খিলগাঁও তালতলা মার্কেট নামেই সবাই চেনে। ঈদ আয়োজনে কেনাকাটার খোঁজে এবার আমাদের আসা ক্রেতাপ্রিয় এই মার্কেটে। দুটি প্রধান ফটক, ফটক গলে রিকশা নিয়ে যাওয়া যায় মার্কেট প্রাঙ্গণ পর্যন্ত। শুধু ঈদ বলেই নয়, বছরজুড়েই নাকি ক্রেতা–বিক্রেতার ভিড় লেগে থাকে পুরো মার্কেটে। কারণটা হলো, এখানে সুলভে সব ধরনের পণ্য এক ছাদের নিচে মিলে যায়। এখানকার মুখরোচক খাবারের দোকানগুলো বিকেলে ঘুরতে আসার জন্য বেশ জনপ্রিয়।

মার্কেটেই কথা হলো খিলগাঁওয়েরই বাসিন্দা নাদিরা ইসলামের সঙ্গে। তিনি বলছিলেন, তালতলা মার্কেটে কেনাকাটা করতে এলে আর অন্য কোথাও যাওয়া লাগবে না, এখান থেকেই আপনার প্রয়োজনীয় সবকিছু কিনতে পারবেন।

আসলেই তাই। ১ নম্বর ফটক দিয়ে প্রবেশ করতেই ফুলের দোকানের তরতাজা ফুলের সুবাস নিয়ে সামনে পা বাড়াই। মার্কেট তো আছেই, মার্কেটের সামনের রাস্তাজুড়েও বসেছে সারি সারি দোকান। জামা, জুতা, অলংকারসহ অনেক রকম দোকানের ভিড়ে কেনাকাটায় ব্যস্ত ক্রেতারা। ক্রেতা সামলাতে ব্যস্ত দোকানিদের সঙ্গে তাই কথা বলার ফুরসত পাওয়াও মুশকিল হয়ে দাঁড়ায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন