কিডনি রোগ নিয়ে মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির জন্য সারা পৃথিবীতে কিডনি দিবস প্রতিপালিত হয়ে আসছে। এবারের মূল প্রতিপাদ্য বিষয় ছিল, ‘আপনার কিডনি কি ঠিক আছে? তাড়াতাড়ি শনাক্ত করুন, কিডনি স্বাস্থ্যরক্ষা করুন’। বিশে^র সর্বত্র কিডনি রোগের প্রকোপ আশঙ্কাজনকভাবে বেড়ে যাচ্ছে। বিশ্বব্যাপী ৮৫ কোটি মানুষ কিডনি জটিলতায় আক্রান্ত। বয়স্ক প্রতি দশজনের মাঝে একজন এ রোগের শিকার। বেশিরভাগ ক্ষেত্রে কিডনি বিকল হলে সুনির্দিষ্ট কোনো লক্ষণ প্রকাশ পায় না। শারীরিক দুর্বলতা, অরুচি, ওজন হ্রাস কিংবা পায়ে পানি আসার মতো কিছু লক্ষণ দেখা দেয়, যা অন্য অনেক রোগের ক্ষেত্রেও হতে পারে। তবে বেশ কিছু লক্ষণ রয়েছে, যা সরাসরি কিডনি বা মূত্রতন্ত্রের রোগ নির্দেশ করে।
মূত্র হ্রাস
দৈনিক ৪০০ মিলিলিটারের চেয়ে কম মূত্র তৈরি হওয়া বিপজ্জনক। ডায়রিয়া, বমি কিংবা অন্য কোনো কারণে পানিশূন্যতা সৃষ্টি হলে যদি এমন অবস্থা তৈরি হয় তাহলে মনে করতে হবে কিডনি বিকল হয়ে যাচ্ছে।